পাইকগাছায় পরোয়ানার ১৭ আসামি গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় গত দুই দিনে গ্রেফতারী পরোয়ানার ও নিয়মিত মামলার ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার রতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা হলেন, সোলাদানা ইউনিয়নের আইয়ুব আলী গাজী ছেলে লুৎফর রহমান গাজী, পৌর সভার শিববাটি গ্রামের গহর গাজীর ছেলে মোহর আলী গাজী, সরল গ্রামের রতন দাশের ছেলে দেব্রত দাশ, চাঁদ খালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আলতাফ আলীর ছেলে আতিয়ার সরদার, শের আলীর ছেলে আফসার সরদার, আকবর সরদারের ছেলে মতিন সরদার, শাহাবুদ্দিন শেখের ছেলে বাবু শেখ, মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে ইকবাল সরদার, কৃষ্ণ নগর গ্রামের বদো গাজীর ছেলে গফ্ফার গাজী, কপিলমুনি ইউনিয়নের কাজিমুচা গ্রামের কাশেম উদ্দিনের ছেলে ফজলু সরদার, ক্শিম নগর গ্রামের মজিদ মোড়লের ছেলে রাসেল মোড়ল, আমিন সরদারের ছেলে রেজাউল সরদার,গড়ুই খালী ইউনিয়নের শফি হাজীর ছেলে নিশাদ গাজী, মনজু সানার ছেলে বিল্লাল সানা, গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রহমত আলীর স্ত্রী রাবেয়া খাতুন, মটবাটি গ্রামের সাজ্জাদ গাজীর ছেলে শফিকুল ইসলাম গাজী। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, পরোয়ানর ১৭ আসামিকে গ্রেফতার করে বৃহষ্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *