বরগুনার তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে স্কুল ছাত্রীর পরিবার

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে পড়েছে স্কুল ছাত্রীর পরিবার। অভিযুক্ত পনু ঘরামীসহ তার ভাড়াটে সন্ত্রাসীরা মামলা উঠিয়ে নেওয়ার জন্য জীবনাশের হুমকির দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্কুল ছাত্রীর বাবা নিজাম খান ।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই সব অভিযোগ করেন স্কুল ছাত্রীর বাবা নিজাম খান।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় পনু ঘরামীর মুদি দোকানে গত ৭ অক্টোবর ঝালমুড়ি ক্রয় গিয়ে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। বিষয়টি গ্রাম্য শালিসে সমাধানের জন্য গ্রামের মাতবররা একাধিকবার বৈঠক করেন। সেখানে ৩০ হাজার টাকায় মিমাংশার প্রস্তাব দিয়ে মাতবররা সময়ক্ষেপন করলে ১০ অক্টোবর যৌন নিপীড়নের অভিযোগে পনু ঘরামী(৪২) বিরুদ্ধে মামলা করেন স্কুল ছাত্রীর বাবা নিজাম খান। এই মামলা থেকে বাঁচতে ও সঠিক তদন্ত কার্যক্রমকে ব্যহত করতে গত ১১ অক্টোবর পনু ঘরামী ও তার ভাড়াটে সন্ত্রাসী শহিদুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে নিজ বাড়িতে থানার ওসি, তদন্ত ওসি, এক এসআই,দুই ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জড়িয়ে একটি সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন। এই ঘটনার পর রাতে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে ফের মামলা তুলে নেওয়ার জন্য জীবনাশের হুমকি দেওয়া হয়। মামলা উঠিয়ে না নিলে ভুক্তভোগি পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে পুলিশ যায় ঘটনাস্থলে। জীবনের নিরাপত্তা চেয়ে এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে যৌন নিপীড়নের শিকার হলে থানায় মামলা দায়ের করে বিপাকে পড়েছি। আসামীদের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাতে সন্তানদের নিয়ে অন্যদের বাড়িতে থাকি। আমি নর-পিশাচ পনু ঘরামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি করছি।

অভিযুক্ত পনু ঘরামী ও শহিদুল ইসলামের ফোনে একাধিকবার কল দিলেও তারা ফোন ধরেনি।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ঐ স্কুল ছাত্রীর বাবা নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। পুলিশের পক্ষ থেকে স্কুল ছাত্রীর পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *