December 30, 2024, 5:54 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে কয়েকদিনের টানা বর্ষণে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মাটির ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
জানা গেছে, ১১ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা, বাতাসপুর ও মাঝিপাড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া এসব ত্রাণ সামগ্রী স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহযোগী অধ্যাপক মুন্সেফ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি রাম কমল সাহা ও ইউপি সদস্য লুৎফর রহমানপ্রমুখ।#