December 30, 2024, 5:06 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুন্দরগঞ্জ সাংবাদিকদের মিলন মেলায় আহবায়ক নজরুল চেয়ারম্যান মধুপুরে বন বিভাগের উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে  ৫০,২০০ টাকা জরিমানা সুজানগরের শীতার্তদের পাশে ছাত্রদল নেতা সৌরভ নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা সাউন্ড ও ডেকোরেটর ব্যবসায়ীদের কর্মবিরতি ও মানববন্ধন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ বানারীপাড়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ রোগী গুরুতর আহত কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ও কমিটি গঠন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় নেই- ডিসি মোস্তাফিজার রহমান

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় নেই- ডিসি মোস্তাফিজার রহমান

ষ্টাফ রিপোর্টার
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় নেই। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। এ দেশে কোনো অপশক্তি যেনো মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এসময় দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০অক্টোবর) সন্ধ্যায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি, ছোটকালীবাড়ি,বড় কালীবাড়ি, ভ্রাতৃসংঘ, দূর্গামাতা মন্দির সহ শহরের বিভিন্ন মন্দির ও বেশ কয়েকটি প্রতিমা তৈরীর কারখানা ঘুরে ঘুরে প্রতিমা তৈরী কার্যক্রম পরিদর্শনকালে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এসময় তিনি জানান-পূজা মন্ডপের নিরাপত্ত্বায় সার্বিক নজরদারি অব্যাহত আছে এবং প্রতিমা বিসর্জ্জন সময়ের শেষ মুহুর্ত পর্যন্ত এই নজরধারী থাকবে। সেক্ষেত্রে মনিটরিং করার নিমিত্তে সকল পূজা মন্ডপ স্থান সিসিটিভির আওতাভুক্ত থাকবে বলেও জানান তিনি।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার জানিয়ে ডিসি বলেন, ‘কয়েক দিন পরই হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব ঘিরে উন্নয়নবিরোধী একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর আগে দুর্গাপূজার সময় কুমিল্লায় ফেসবুকে অপপ্রচার চালিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তা সফল হয়নি। এবারো সফল হতে পারবেনা। তিনি বলেন-এবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় নেই। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। এ দেশে কোনো অপশক্তি যেনো মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

এসময় তার সাথে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, ১নং ফাড়ি ইনচার্জ ওয়াজেদ আলী,ধর্ম মন্ত্রনালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, সাবেক ছাত্রনেতা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে,যুগ্ন সাধারণ সম্পাদক অমিত মিশ্র,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রশান্ত দাস চন্দন,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়,মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মানিক সরকার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা বলেন, ‘শুধু দুর্গাপূজা নয়, কখনোই কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আসন্ন দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খল পরিবেশ থাকবে না। পূজামণ্ডপ ঘিরে কেউ নাশকতার পরিকল্পনা বা উসকানি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার , বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে পূজা কমিটির নিজ দায়িত্বে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেন। তিনি সু-শৃঙ্খল ও শান্তিপুর্ণ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD