খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও মহিলা সংরক্ষিত আসন-৩১৫ সংসদ সদস্য নাদিরা সুলতানা বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন ও বেতাগী প্রেসক্লাবে আলোচনা সভা করেন।
বুধবার (১১অক্টোবর) সকাল ১০টায় মোটরসাইকেল নিয়ে বেতাগী পৌর শহরে জনসংযোগ করে ও বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে উপজেলার মোকামিয়া, জোইলসা, কাউনিয়া, কুমারখালি, চান্দখালীসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন, গণসংযোগ ও ছোট ছোট পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ চুন্না,পৌর ছাত্র লীগের সভাপতি মোঃ তাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply