December 22, 2024, 6:09 am
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে এবং উপকূলের দরিদ্র জেলেদের সাবলম্বী করতে জেলে পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে এবং নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ও পাথরঘাটা সদর ইউনিয়নের ২০০ জেলে পরিবারকে এ সহায়তা দেয়া হয়। সহায়তার মধ্যে ৫ টি করে হাস এবং ৮ ধরনের সবজি বীজ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সামিয়া চৌধুরী, এসোসিয়েট অফিসার গোলাম রব্বানী, নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন পান্না, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সামিয়া চৌধুরী বলেন, উপকূলীয় অঞ্চলে বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। তাছাড়া এখানে অধিকাংশ মানুষ মৎস্য পেশার সাথে সম্পৃক্ত। মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময় এ অঞ্চলের মানুষ খুবই অভাবের মধ্যে থাকেন। এটা বিবেচনা করে উপকূলের দরিদ্র জেলেদের সাবলম্বী করতে জেলে পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে। আমরা চাই উপকূলের জেলে পরিবার মাছ ধরার নিষেধাজ্ঞার সময় বিকল্প উপার্জন করুক। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন পান্না বলেন, আমরা খুবই গুরুত্বসহকারে আন্তরিকতার সাথে মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে তালিকাভুক্ত করেছি। আমরা জেলে পরিবারকে প্রাধান্য দিয়েছি যাতে করে তারা বিকল্প উপার্জন করে সাবলম্বী হতে পারে।
অমল তালুকদার
পাথরঘাটা, বরগুনা।