December 22, 2024, 6:19 am
ষ্টাফ রিপোর্টারঃ
–
ময়মনসিংহ -৭ আসনের (ত্রিশাল) সংসদ সদস্য হতে চান জাতীয় পার্টির জাতীয় প্রস্তুতি কমিটির সদস্য,জাপা -চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য তরুণ রাজনীতিবিধ,পল্লীবন্ধুর আদর্শের রাজপথ যোদ্ধা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত সৈনিক নাফিজ মাহবুব।
দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চাচ্ছেন। পল্লীবন্ধুর দুঃসময়ের সময় তিনি সাবেক ফাস্ট লেডি ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপির সাথে থেকে সাবেক রাষ্ট্র নায়ক আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদকে বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন নাফিজ মাহবুব। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাকে ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা।
ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির কয়েকজন শীর্ষ নেতারা বলেন, বিনয়ী ও ভদ্র রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত নাফিজ মাহবুব বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তেও কাজ করে যাচ্ছেন।নিরবে নিবৃত্তে সহযোগিতা করেছেন অসহায় জনগণকেও। দেশ ব্যাপি নেতাকর্মী ও সমর্থকদের আপদে-বিপদে পাশে দাঁড়াচ্ছেন।
মনোনয়ন পাওয়ার বিষয়ে নাফিজ মাহবুব বলেন, করোনাকালে নিজ অর্থে মানুষের জন্য কাজ করেছি। এখন স্মার্ট ত্রিশাল গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। জাডীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি যদি ত্যাগীদের মূল্যায়ন করেন তাহলে আমি মনোনয়ন পাবো। আমি অবহেলিত ত্রিশাল উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই উপজেলার বেকারদের। তরুণদের সাথে নিয়েই গড়তে চাই স্মার্ট ত্রিশাল।
ত্রিশালের জাতীয় পার্টির জনপ্রিয় রাজনৈতিক
নাফিজ মাহবুব জাতীয় পার্টির জাতীয় প্রস্তুতি কমিটির সদস্য,জাপা -চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটি সদস্য, ভাওয়াল ওয়েলফেয়ার সোসাইটির ও বাংলাদেশ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মহাসচিব,
উত্তরা মিডিয়া ক্লাব, ঢাকা যুগ্ম সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মৈত্রী এর মুখপাত্র ও যুগ্মসাধারণ সম্পাদক, শিকড় বাংলাদেশ এর
প্রেসিডিয়াম মেম্বার, ময়মনসিংহ বিভাগ যুব সমিতি ঢাকার আজীবন সদস্য, নবজাগরণ কালচারল পরিষদ এর সহসভাপতি ছাড়াও আরো অনেক সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করে দেশ মাতৃকায় নিজেকে নিয়োজিত রেখে নীরবে মানবিক কাজ করে যাচ্ছেন।