December 21, 2024, 2:26 pm
বি এম মনির হোসেনঃ-
গৌরনদী থানা পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে এসআই দেলোয়ার হোসেন ঢাকার মোহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে গ্রেফতার করেছে। রবিবার রাতেই তাকে গৌরনদী থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত সেন্টু শরীফ গৌরনদী থানার রামনগড় গ্রামের সুলতান শরীফের ছেলে।ওসি আরও জানান, সেন্টু জিআর ৫১৯/১৩ (মাদারীপুর থানার মামলা নং-৩১{১৩.৯.১৩} মাদারীপুরে মোটরসাইকেল চালক শাহাদাৎ ঘরামী (২৮) হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী।আদালত রায় ঘোষণার দিন থেকেই সেন্টু পলাতক ছিল। সোমবার সকালে গ্রেফতারকৃত সেন্টুকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।