মোঘল সুমন শাফকাত।।
বরিশালের বানারীপাড়ায় বেড়েই চলেছে চুরির ঘটনা! আতংকিত এলাকার মানুষ, নিজের পালিত গরু ছাগল নিয়ে নির্ঘুম রাত কাটছে বহু মানুষের। তবুও ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছে এলাকার চিহ্নিত চোর চক্র। ৯ অক্টোবর সোমবার সকালে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মালিকান্দা গ্রামের মো: ছবুর ফরাজীর স্ত্রী নূর জাহান বেগমের একটি গরু চুরি হয়ে যাওয়ায় থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় ৭ অক্টোবর শনিবার সন্ধায় গরু দুটি গোয়ালঘরে রেখে ঘর তালাবদ্ধ করে দেয়। এর পরে ওই রাতেই আনুমানিক ১২ টার সময় গরুগুলো ঠিকঠাক আছে কিনা তা দেখে আবার ঘুমতে যান। পরবর্তীতে তিনি আবারও রাত সাড়ে তিন টার সময় গরুর গোয়ালে গিয়ে দেখতে পান তার গাভী গরুটি গোয়ালে নেই। ওই রাতেই বিভিন্ন স্থানে খোজাখুজির পরেও আর তার গাভীর কোন খোঁজ মেলেনি। তার গাভীর রং ছিলো কালো খয়েরি, পিঠের অংশ লাল, লেজের অধিকাংশ কালো এবং লেজের মাথায় সাদা রং, শিং গুলো ছোট্ট। এ অবস্থায় গাভীর শোকে নূর জাহান পাগলপ্রায়। এছাড়াও ৮ অক্টোবর রাতে উপজেলার চাখার ইউনিয়ন থেকে ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
Leave a Reply