ব্রহ্মপুত্র নদের দুর্গম চরে শিক্ষার আলো ছড়াচ্ছে ডাঃ মনির উদ্দিন প্রাইমারী

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরী থেকে বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম-দক্ষিণে নারায়নপুর দুর্গম চরে শিক্ষার আলো ছড়াচ্ছে ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের তিনজন শিক্ষক সংকট থাকার পরেও কর্মরত শিক্ষক সুজাব আলী ও মাহবুবুর রহমান (২জন) নিয়মিতভাবে পাঁচ শ্রেণীর কোমলমতি শিশুদের মাঝে ছড়িয়ে দিচ্ছে সু-শিক্ষার আলো। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন বলেছেন দ্রুতই অত্র স্কুলে নতুন শিক্ষক দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নারায়নপুর ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামের শিক্ষানুরাগী আলহাজ্ব ওহেদুজ্জামান চরাঞ্চলের শিক্ষা উন্নয়নে সরকারের নামে সম্পতি লিখে দেয় এবং তার পিতা ডাঃ মনির উদ্দিনের নামে নারায়নপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারায়নপুর ইউনিয়ন পরিষদ এলাকার ডাক্তারপাড়া, যোদ্ধারপাড়া, সরকারপাড়া, মোল্লাপাড়া, ব্যাপীরপাড়া গ্রামে তিন হাজারের মানুষের বসবাস আর তাদের সন্তানদের পড়াশুনা করার জন্য একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুজাব আলী ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান চলাঞ্চলের ছেলে-মেয়েদের নিবেদিতভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন। বিদ্যালয়টিতে ৩জন শিক্ষক সংকট থাকার পরেও কর্মরত শিক্ষক ২জন এবং শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ১৭৮জন কে পাঠদান করাচ্ছেন। বিদ্যালয়ে ৫জন শিক্ষক দিয়ে শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করার নীতিমালা থাকলেও ২জন শিক্ষকের মাধ্যমে সঠিকভাবে চলছে পাঠদান।

অধ্যয়নরত শিক্ষার্থী মশিউর রহমান, আরিফা খাতুন, মোজাম আলী বলেন, আমাদের এই বিদ্যালয়ের ২জন স্যার আমাদের সঠিকভাবে শিক্ষাদান করাচ্ছেন। নদী ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী দিনমজুর পরিবারে জন্ম আমাদের। শিক্ষকদের মানবিক ব্যবহার ও সুষ্ঠু পাঠদানে শিক্ষায় আলোর মুখ দেখছি।

ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাব আলী বলেন, সুনামের সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পাঠদান চালিয়ে যাচ্ছি। এলাকাটি ব্রহ্মপুত্র নদের দুর্গম চর হলেও শিক্ষার্থীদের পরিবারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে তাদের সন্তানদের লেখাপড়ামুখী করার জন্য কাজ করছি। শিক্ষার্থীদের মাঝে নিয়মিতভাবে সু-শিক্ষা দিয়ে যাচ্ছি।

ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা ও এসএমসির সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব ওহেদুজ্জামান বলেন, আমার পিতা ডাঃ মনির উদ্দিনের নামে নারায়নপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ডাক্তারপাড়া, যোদ্ধারপাড়া, সরকারপাড়া, মোল্লাপাড়া, ব্যাপীরপাড়া গ্রামের অনেক সন্তানরা পড়াশুনা করছেন। প্রধান শিক্ষক সুজাব আলী ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান চলাঞ্চলের ছেলে-মেয়েদের নিবেদিতভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন। বিদ্যালয়ে শিক্ষক পোস্ট ৫টি থাকলেও কর্মরত ২জন শিক্ষক অতি-কষ্টে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। বিদ্যালয়ে ৩জন শিক্ষক দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন বলেন, এই স্কুলে দ্রুত নতুন শিক্ষক দেয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করছি। বিদ্যালয়টিতে নিয়মিতভাবে শিক্ষকরা পাঠদান করায় তাদের কে ধন্যবাদ জানাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *