December 21, 2024, 4:38 pm
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউনিয়নের(ইউপি)আমজনতার প্রাণের দাবি তাদের ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হোক। ইউপিবাসী তাদের এই স্বপ্ন পুরুণে স্থানীয় সাংসদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের ভাষ্য, তানোর প্রায় ৬০ লাখ টাকা ইজারা মুল্যের ৩টি হাট নিয়ে এবং মুন্ডুমালা প্রায় দেড় কোটি টাকা ইজারা মুল্যের একটি হাট নিয়ে পৌরসভা হয়েছে। তাহলে ভারশোঁ ইউপি প্রায় ১৪ কোটি টাকা মুল্যর ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাট নিয়ে কেনো পৌরসভা হবে না। এদিকে ভারশোঁ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একটানা পর পর দুইবার নির্বাচিত একমাত্র ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন অবহেলিত ভারশোঁ ইউপির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। এছাড়াও আগামিতে ভারশোঁ ইউপিকে পৌরসভায় রুপান্তরিত করার প্রত্যাশা করে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। এদিকে মহাপরিকল্পনার অংশ হিসেবে দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করায় নাগরিক সেবার মান বেড়েছে। ইউপি ভবনের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রাতে চুরি-ডাকাতি-ছিনতাই প্রতিরোধে ইউপির প্রধান সড়কে পাহারা বসানো হয়েছে।আবার প্রতিটি উন্নয়ন কাজের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের পাশাপাশি পরিষদের নোটিশ বোর্ডে ঝোলানো হচ্ছে। একজন জনপ্রতিনিধির কতটা স্বচ্ছতা, জবাবদিহিতা ও সৎ সাহস থাকলে এমনটা করতে পারেন ইউপি চেয়ারম্যান সুমন তার উজ্জ্বল দৃষ্টান্ত। ইতমধ্যে স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ এমাজ উদ্দিন প্রামানিকের সার্বিক সহায়তা ও দিকনির্দেশনায়
ভারশোঁ ইউপির চৌবাড়িয়া হাটের উন্নয়নসহ বিভিন্ন এলাকায় অনেক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক কাজ দ্রুত গতিয়ে এগিয়ে চলেছে। ফলে নাগরিকগণ দীর্ঘদিন পর ইউপি ভবন থেকে তাদের কাঙ্খিত সেবা পেতে শুরু করেছে। এদিকে ইউপির বিভিন্ন প্রত্যন্ত পল্লী এলাকায় সাবমার্শিবুল পাম্প স্থাপন, প্রটেকশান ওয়াল ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এসব এলাকার নাগরিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিগত কুড়ি বছরে যতটুকু উন্নয়ন হয়নি ইউপি চেয়ারম্যান সুমন তার সময়ে সেই উন্নয়ন কাজ ছাড়িয়ে গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সম্প্রতি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের কালিসফা গ্রামের হঠাৎপাড়া (আশ্রয়ণ প্রকল্প) যাতায়াতের রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করেছেন চেয়ারম্যান সুমন। এ সময় তিনি বলেন, আপনাদের দোয়ায় পর পর দুবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আগামি দিনেও আমি আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে নিয়ে পথ চলতে চাই। তিনি বলেন, আগামিতে ভারশোঁ ইউপিকে পৌরসভায় উন্নীত করে এই জনপদের মানুষের জীবন মানোন্নয়নে আরো বেশি কাজ করতে চাই।
জানা গেছে, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ইউপির সর্বস্থরের নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও তাদের সহযোগীতায় এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা ঘোষণা দিয়ে বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচি গ্রহণ করেছেন। সূত্র জানায়, টিআর-কাবিখা, জিআর-কাবিটা, কর্মসুজন কর্মসূচি, এলজিএসপি ও ডাসকোর সহায়তায় এলাকায় মজা পুকুর পুনঃখনন, সাবমার্শিবুল পাম্প স্থাপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ-নিচু বেঞ্চ, টিফিনবক্স, বৈদ্যুতিক পাখা, খেলা-ধূলার সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন এলাকায় পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণ ও এইচবিবি রাস্তা নির্মাণ, ড্রেন-কালভ্রাট নির্মাণ, পাকা পুকুর ঘাট
এবং নতুন মাটির রাস্তা নির্মাণসহ দৃশ্যমান বহু উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। ওদিকে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউপির সাধারণ মানুষ নূন্যতম খরচে আধূনিক সেবা পাচ্ছেন। অপরদিকে ইউপির বিভিন্ন এলাকায় রাস্তা আলোকরণ কাজ শুরু করেছেন যা চলমান রয়েছে। ইউপির বিভিন্ন এলাকায় জনবহুল মোড়ে মোড়ে দৃষ্টিনন্দন স্ট্রিষ্ট ল্যাম্প পোস্ট (সৌরবিদ্যুৎ) স্থাপন করা হচ্ছে। এসব ল্যাম্প পোস্ট স্থাপন সম্পন্ন হলে প্রত্যন্ত পল্লীর জনসাধারণগণ শহরের সুবিধা ভোগ করবেন। এছাড়াও মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি প্রায় দ্বিগুন করা হয়েছে। এসব কর্মকান্ড সফল ভাবে সম্পন্ন করা হলে
ভারশোঁ ইউপি মডেল ইউপিতে রুপান্তরিত হবে। এব্যাপারে ভারশোঁ ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী জননেতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ এমাজ উদ্দিন প্রামানিক মহোদয়ের সার্বিক সহযোগীতায় ভারশোঁ ইউনিয়ন পরিষদ ইউপিকে আধূনিক ইউপিতে উন্নীত করা হয়েছে। তিনি বলেন,আগামিতে ভারশোঁ ইউপিকে পৌরসভায় উন্নীত করা হবে ইনশাল্লাহ্।তিনি বলেন, পৌরসভায় উন্নীত হলে ভারশোঁর জনগণের ট্যাক্স ব্যতিত শুধুমাত্র হাট-ঘাট-পুকুর ইত্যাদি থেকে আদায়কৃত রাজস্বের টাকার উন্নয়নে ভারশোঁকে দেশের মডেল পৌরসভায় উন্নীত করা সম্ভব। তিনি বলেন, উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে চলমান উন্নয়ন কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতিকের সঙ্গে সম্পৃক্ত থেকে আগামিতে আবারো নৌকার নিরঙ্কুশ বিজয় ঘটাতে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।#