December 21, 2024, 2:28 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বিভিন্ন কলেজে কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। এসময় ওরিয়েন্টেশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (০৮ অক্টোবর) দুপুরে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত বরণ ও ওরিয়েন্টেশন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ। ওরিয়েন্টেশন কমিটির আহবায়ক কাজী আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পিনাকী রঞ্জন দাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বক্তব্য রাখেন। এর আগে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত সাত’শ শিক্ষার্থী ও অভিভাবকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণস্থলে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। #