December 22, 2024, 6:03 am
মোঃজুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
পটুয়াখালী থেকে চুরি হয়ে যাওয়া আলফা গাড়ী সহ জাকির হাওলাদার (৩৫) সুজন হাওলাদার (৩২) নামক চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে উজিরপুর মডেল থানার পুলিশ। ৭ অক্টোবার শনিবার মধ্যরাতে উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক তরুন কুমার ইচলাদী চেক পোষ্টে ওই দুই চোর সদস্যের কাছ থেকে আলফা গাড়ীটি আটক করেন। এ সময় আন্তজেলা গাড়ী চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে ওই কর্মকর্তা জানান। পুলিশ আরো জানায়, পটুয়াখালীর সবুজ বাগ এলাকার বাসিন্দা মিজানুর রহমানের আলফা গাড়ী গত ৩০ সেপ্টেম্বর রাতে চুরি হয়ে যায়। বরগুনা জেলার আমতলী থানার ঘটখালী এলাকার দুলাল হাওলাদারের পুত্র জাকির হাওলাদার ও তার সহযোগী একই উপজেলার আঙ্গুলকাটা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র সুজন হাওলাদার গাড়টি চুরি করে উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামে নিয়ে আসার পথে পুলিশের হাতে আটক হয়। চুরির ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা হওয়ার কারণে উজিরপুর থানায় আটককৃত জাকির হোসেন ও সুজনকে পটুয়াখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। উজিরপুর মডেল থানার ওসি আবু জাফর আহম্মেদ জানিয়েছেন তথ্য প্রযুক্তির মাধ্যমে দুই আলফা চোরকে আটক করে চুরিয়ে যাওয়া আলফাটি উদ্ধার করা হয়েছে।