বরগুনা-২ মাহবুবুর রহমান টুকু’র গণসংযোগ

পাথরঘাটা(বরগুনা) থেকে: বরগুনা-২ সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী ড.মাহবুবুর রহমান টুকু শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিনভর বিভিন্ন স্থানে শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দিতে গণসংযোগ করেন।

তিনি এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। বরগুনার বামনা-পাথরঘাটা আর বেতাগী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটিতে ড. মাহবুবুর রহমান টুকু আগেও মনোনয়ন চেয়েছিলেন। শুক্রবার এই প্রবাসী রাজনীতিবিদ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি নির্বাচনী এলাকায় চলে আসেন। তার সমর্থকেরা বরগুনার বামনা ব্রীজ এলাকা থেকে প্রবেশকালে ফুলদিয়ে বরণ করে নেন। পরে অসংখ্য মোটরবাইক ড. মাহবুবুর রহমান টুকুর মাইক্রো বাসটিকে নিয়ে গণসংযোগ শুরু করে।

প্রচন্ড বর্ষণ উপেক্ষা করে গাড়িবহর বামনা শহরে প্রবেশ করে। এসময় অনির্ধারিতভাবে বামনা প্রেসক্লাবে সংক্ষিপ্ত ব্রিফিং করে তার রাজনৈতিক জীবন তুলে ধরেন। এই ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন,বামনা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মনতোষ হাওলাদার,পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, বঙ্গবন্ধু পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অমল তালুকদার প্রমুখ।

এখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে তিনি সরাসরি পাথরঘাটা চলে আসেন। সেখানে কর্মী-সমর্থকদের সংগে মধ্যহ্নভোজ সেরে বিকেলে চরদুয়ানী বাজারে গণসংযোগ করেন। এভাবে পাথরঘাটা -বামনার বিভিন্ন হাটবাজারে দিনভর মানুষের সংগে দেখাসাক্ষাৎ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি প্রতিটি পথসভায় শেখ হাসিনা সরকারের চলোমান উন্নয়ন অব্যহত রাখতে ফের নৌকায় ভোট দেয়ার দাবী জানান। পাশাপাশি বলেন আমাকে মনোনয়ন না দেয়া হলেও যানে নৌকা মার্কার মনোনয়ন দেয়া হবে তারপক্ষে ড. মাহবুবুর রহমান টুকু কাজ করবেন।

রাতে পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কালিপুরের নিজবাড়িতে মানুষের ঢল নামে। সেখানে উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় শেষে ড. মাহবুবুর রহমান টুকু বক্তব্য রাখেন।

আগামীকাল বরগুনার বেতাগীতে গনসংযোগ করার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *