ইন্টার্ন ভাতা চালুর দাবিতে গোপালগঞ্জে চতুর্থ দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা চালুর দাবিতে চতুর্থ দিনের মত আন্দোলন চারিয়ে যাচ্ছে গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারন রোগীরা।

আজ শনিবার দুপুর ১২টায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা। এসময় ভাতা চালুর দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা। এসময় ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা উপস্থিত ছিলেন।

চতুর্থ দিনের মত কর্মবিরতি চলায় ভোগান্তিতে পড়েছেন সাধারন রোগীরা। হাসপাতালে চিকিসা নিতে আসা রোগীরা নার্সদের সেবা পাচ্ছে না। তবে রোগীদের সেবা দিতে ইমার্জেন্সী স্কট চালু করা হয়েছে। ভাতা পাওয়া দাবী আদায় না হওয়ায় পযর্ন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

কর্মবিরতি ও মানববন্ধনে অংশগ্রহণকারী সুস্মিতা মিত্র বলেন, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী “ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” এবং “ডিপ্লোমা ইন মিডওয়াফারি” কোর্স সম্পন্ন করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি। কিন্তু আমরা কোন ইন্টার্নী ভাতা পাচ্ছি না। হাসপাতালে ইন্টার্নী করে বাইরে হাসপাতালে কাজ করা সম্ভব নয়। আমরা দ্রুত ইন্টার্ন ভাতা চালুর দাবী জানাই। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *