December 22, 2024, 6:24 am
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ কমিটি ছাড়াই চলছে পাবনার সুজানগর উপজেলা, পৌর,উপজেলার সকল ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম । ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের ভাতৃপ্রতিম এই সংগঠনটির উপজেলা, পৌর, ইউনিয়ন ও কলেজ শাখার কমিটি নেই তিন মাসের অধিক সময় ধরে। কবে নাগাদ কমিটি গঠন হবে সেটিও পরিষ্কার নয়। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই প্রায় ৬ বছর ধরে চলছিল উপজেলা ও পৌর কমিটি। গত জুলাই মাসের ৮ তারিখে কোনো আহ্বায়ক কমিটি না করে ওই কমিটিও বিলুপ্ত করা হয়। বর্তমানে উপজেলা ছাত্রলীগ হয়ে পড়েছে অভিভাবকহীন। এতে স্থানীয় পর্যায়ে ছাত্রলীগের স্বাভাবিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং সকলের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা সংগঠনটিকে গতিশীল করতে অবিলম্বে সুজানগরে ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত করার দাবি জানিয়েছেন। দলীয় সূত্রে জানাযায়, ২০১৭ সালের ৯ ডিসেম্বর সর্বশেষ সুজানগর উপজেলা ও পৌর ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। তখন এক বছর মেয়াদের জন্য সুজানগর উপজেলা ছাত্রলীগের জাহিদুল ইসলাম তমাল সভাপতি ও শেখ তুষার সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগের এস এম সোহাগ সভাপতি ও শাহরিয়ার সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর দীর্ঘ ৬ বছর তারা উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃত্ব দেন। জেলা ছাত্রলীগ সূত্র জানায়, কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনের নেতা-কর্মীদের কর্মতৎপরতা কমে যাওয়ায় গত জুলাই মাসে উপজেলা, পৌর, উপজেলার সকল ইউনিয়ন ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্ত করার পর ওই সময় সংগঠন পরিচালনায় কোনো আহ্বায়ক কমিটি গঠন না করায় নেতৃত্বশূন্য হয়ে পড়ে উপজেলা ছাত্রলীগ। নাম প্রকাশ না করার শর্তে বিলুপ্ত হওয়া কমিটির এক ছাত্রলীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের না জানিয়ে কমিটি বিলুপ্ত করা করা হয়েছে। অথচ সংগঠনের কার্যক্রম পরিচলনা করতে একটি আহ্বায়ক কমিটি করা যেত। সেটিও করা হয়নি। এখানে ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা শক্তিশালী তবুও সংগঠন পরিচালনায় নেতৃত্বের বিকল্প নেই। উপজেলা ছাত্রলীগ কবে নতুন নেতৃত্ব পাবে আমরা বুঝে উঠতে পারছিনা। অপর এক ছাত্রলীগ নেতা বলেন, ছাত্র রাজনীতি করে আমরা বেশি কিছু চাই না। অন্তত নিজের যোগ্যতা অনুযায়ী দলের পদ প্রত্যাশা করি। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন কমিটি হবে এমন আশায় বুক বাঁধছেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত শনিবার বলেন, জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শীঘ্রই কর্মীসভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি ।