December 21, 2024, 2:31 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৭৭টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
আজ শনিবার (০৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
পরে ৭৭টি পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ৪৪টি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৬ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্থ ৩৩টি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৩ হাজার টাকা তুলে দেয়া হয়। এছাড়া চাউল, শুকনো খাবারসহ অন্যান্য খাবার তুলে দেয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে মাত্র ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার চারটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এরপর থেকে খোলা আকাশের নিচে বসবাস করে আসছে পরিবারগুলো।
উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার এক মিনিটের টর্নেডোতে মুকসুদপুর উপজেলার উজানী, গোহালা ও কাশালিয়া ইউনিয়নের ৭৭ পরিবারের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতি ৩০ কেজি চাল ও নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়। আজ শনিবার ক্ষতিগ্রস্ত ৭৭ টি পরিবারের মধ্যে ঢেউটিন, নতুন ঘর নির্মাণ ও মেরামত বাবদ নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সব সময় জেলা প্রশাসন আছে বলে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। #