রাঙ্গাবালীতে মাল্টা বাগানের অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রফিকুল ইসলাম ,
পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের আধারে একটি মাল্টা বাগানের অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের লিমা বেগম নামের এক নারী উদক্তা বাগানটির মালিক। তিনি জানান, গতবছরের ৩০ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) সহযোগিতায় সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে লিমা বেগমের উদ্যোগে তার বাবা হারুন মৃধার ৫০ শতক জমিতে মাল্টা বাগান করা হয়। ওইসময় বারি মাল্টা-১ জাতের ৬০টি মাল্টা গাছ রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফলও ধরেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতের আধারে লিমা বেগমের বাগানের গাছ গুলো কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ বিষয়ে আমারা কেছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি , অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *