স্বরূপকাঠিতে ৫ গুনী শিক্ষককে শিক্ষাবিদ মো. হাবিবুল্লাহ স্মৃতি পদক প্রদান

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,

স্বরূপকাঠিতে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে ৫ গুনী শিক্ষককে শিক্ষাবিদ মো. হাবিবুল্লাহ স্মৃতি পদক প্রদান করা হয়েছে। অরনি পাঠাগারের উদ্যোগে সাবেক ভাইস চ্যান্সেলর ড. বিশ্বজিৎ ঘোষ, শিক্ষানুরাগী আবুল কালাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহামুদুজ্জামান বাহাদুর, অবসরপ্রাপ্ত শিক্ষক মো.হেমায়েত উদ্দিন সরদার ও অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু নিখিল মিস্ত্রীকে ওই পদক প্রদান করা হয়।

গতকাল শুক্রবার সকালে কামারকাঠী নবকুমার ইনষ্টিটিউশন মিলনায়তনে সংগঠনের সভাপতি ধীরেন হালদারের সভাপতিত্বে ও সম্পাদক মো আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. হাবিবুল্লাহ’র ছেলে ফজল তোহা স্বপন। অনুষ্ঠানে পদক প্রাপ্ত ব্যাক্তিগন ছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক উত্তম কুমার মিস্ত্রী, প্রধান শিক্ষক সমীরন কান্তি বিশ্বাস প্রমুখ।####

স্বরূপকাঠিতে জাতীয় জন্মও মৃত্যু
নিবন্ধন দিবসে র‌্যালি ও অলোচনা সভা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,

স্বরূপকাঠিতে জাতীয় জন্মও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেল পুরিষদ চত্তর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ইউএনও মোপ. এাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মো. সাখাওয়াত হোসেন, ইন্সপেক্টর তদন্ত মো. মাসুদ প্রমুখ।###

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *