December 30, 2024, 2:27 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফসলের সার্বিক অবস্থা পরিদর্শনে টানা বৃষ্টি উপেক্ষা করে মাঠে নেমেছেন কৃষি অধিদপ্তর।
জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলায় উজান থেকে ধেয়ে আসা ও বৃষ্টির পানিতে বন্যার আশঙ্কায় ক্ষেতের মাঠ পরিদর্শনে নেমেছেন কৃষি অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ স্থানীয় কৃষি অফিসারগণ। শুক্রবার সকালে কয়েকদিনের টানা বৃষ্টি উপেক্ষা করে উপজেলার তিস্তা নদী বিধৌত বিভিন্ন এলাকার ফসলের সার্বিক অবস্থা পরিদর্শনে মাঠে নামেন গাইবান্ধা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম এবং রংপুর খামারবাড়ি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। এ-সময় তাদের সাথে উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোখলেসুর রহমান, মুশফিকুর রহমান প্রমূখ। উঠতি আমন ধানের ফসলের সার্বিক অবস্থা পরিদর্শনের পাশাপাশি কৃষকদেরকেও বন্যাসহ নানা বিষয়ে পরামর্শ প্রদান করেন পরিদর্শনকৃত কৃষি অফিসারগণ। এনিয়ে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমাদের কয়েকদিনের পরিদর্শনে দেখা গেছে মোটামুটি উপজেলার কোথাও কোন প্রকার ক্ষেতের মাঠে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়নি। গতকাল একটু সম্ভাবনা থাকলেও আজকের অবস্থা অনেকটাই স্বাভাবিক।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সাথে কথা হলে তিনি বলেন, আমরা সবসময়ই কৃষকের পাশে আছি এপর্যন্ত কোথাও কোন বন্যাজনিত সমস্যা হয়নি। আশা করছি কোন সমস্যা হবেও না ইনশাআল্লাহ।