December 22, 2024, 6:26 am
এস. এম সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :আসন্ন শারদীয় দূর্গাৎসব আনদমুখর পরিবেশে অনুষ্ঠিত এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ , প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন ।
সভায় দিক নির্দশনামুলক বক্ততা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হাসান ও পুলিশ সুপার মোঃ আবুল হাসনাত খাঁন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এডিসি (সার্বিক) মোঃ হাফিজ আল আসাদ, বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালর তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় ভদ্র, সাধারন সম্পাদক মধু সুদন দাম, সহ-সভাপতি বাবুল সরদার, সহ-সভাপতি রবীদ্র নাথ বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক লিটন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক অচিন দাস, জেলা হিদু, বৌদ্ধ , খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাড, মিলন ব্যানার্জী, ৭১ টেলিভিশনর জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, অধ্যক্ষ গুরু সবানদ স্বামী, শরণখালা উপজলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বাবুল দাস, মোরলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার রায়, মোংলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও ইউপি চয়ারম্যান উদয় শংকর, চিতলমারী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অলিফ সাহা কালা প্রমূখ।
সভায় এবার বাগরহাট জেলায় অনুষ্ঠিতব্য ৬৫২ টি পুজা মন্ডবর প্রত্যেকটিতে সিসি ক্যামরা স্থাপন করা, দশমীর দিন বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্য প্রতিমা বিসর্জন দেয়া, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখা, মেলা কিংবা ডিজে অনুষ্ঠান থেকে বিরত থাকা, পূজা কমিটি ও স্বেচ্ছাসেবকদের গলায় পরিচয়পত্র ঝুলিয় রাখা সহ বিভিন সিদ্ধান্ত গৃহীত হয়।