December 21, 2024, 2:53 pm
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৫নং গোলাবাড়ী ইউনিয়নে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বুধবার সন্ধায় গোলাবাড়ীর বানরগাছি স্কুল মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের উন্নয়নের সকল দিক তুলে ধরে বক্তব্য রাখেন।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী আব্দুল মোতালেব, আলোকদিয়া ইউনিয়ের সাবেক চেয়ারম্যান দুলাল তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন শরিফ, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু,বেরিবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।