December 21, 2024, 3:07 pm
খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা
আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে ১০ ঘটিকায় বেতাগী গালস স্কুল এন্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে গালস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শেষ হয়।
পরবর্তী বেতাগী গালস স্কুল এন্ড কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ আঃ রহিম হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেতাগী গালস স্কুলে এন্ড কলেজ এর গভর্নিং বডি সদস্য ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান হাওলাদার, গভানিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ মহাসিন খান, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম,বিমল চন্দ্র দাস প্রমুখ।
প্রত্যেক বক্তা তাদের বক্তব্যতে বলেন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানান।