বাবুগঞ্জে মায়ের আর্শিবাদ নিয়ে মাদক মুক্ত ও দারিদ্রতা বিমোচনের লক্ষে কাজ করে যাবেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রমের মিয়া পরিবারের এনামুল হক (আনাম) মিয়ার এক মাত্র সন্তান ও বাবুগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা।
এমনটি জানিয়েছেন গতকাল বুধবার ৪ অক্টোবর তার শ্বশুর বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকের সময় মৌরিন আক্তার (আশা)
আশা বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর মিয়া পরিবারে জন্ম নেন। তার জন্মের তিন মাস পর পিতা এনামুল হক (আনাম)কে মেরে লাশ গুম করে একদল সন্ত্রাসীরা। তিন বছরের কন্যা শিশু আশাকে ফেলে রেখে অন্যত্র গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাশিদা বেগম। আশা দাদা দাদুর আদর স্নেহের ভিতর লালিত পালিত হয়ে লেখা পড়ার ভিতর দিয়েই একই উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের কামরুজ্জামান সজলের সাথে বিয়ের বন্ধনে আবদ্ব হন।
মায়ের ভাল বাসা ফিরে পেতে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরির আদর স্নেহ ভাল বাসায় সিক্ত হয়ে তার বুকে মাথা রেখে মায়ের স্হান দখল করে নেন আশা মনি। এবং অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে মায়ের ভাল বাসায় সিক্ত হয়ে আয়োজিত লোক সমাজে প্রতিজ্ঞা করে বলেন জননেত্রী শেখ হাসিনার তালে তাল মিলিয়ে মাদক মুক্ত সমাজ গরতে কঠর ভুমিকা পালন সহ দারিদ্রতা বিমোচনে সর্বদা কাজ করে যাবেন মৌরিন আক্তার (আশা)

Leave a Reply