নেত্রকোনার আটপাড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত

মো: হুমায়ুন কবির নেত্রকোনা প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের স্বপ্ন প্রান্তিক তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিন্ধ বাজারে জয় বাংলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজনে যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী, সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল মতিন।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের স্বপ্ন প্রান্তিক তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে বক্তব্য রাখেন।

জয় বাংলা যুব ঐক্য পরিষদের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও যুব লীগ নেতা আলামীন এর সঞ্চালনায় বক্তব্য আরো রাখেন, জয় বাংলা ঐক্য পরিষদের সভাপতি মোঃ ফজলুল হক, জয় বাংলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চন্দন, জয় বাংলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ প্রমুখ।
বক্তারা আ.লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে সভায় বক্তব্য রাখেন।

এছাড়াও কেন্দুয়া-আটপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী বৃষ্টি উপেক্ষা করেই যুব সমাবেশে উপস্থিত ছিলেন।

মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *