মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাবার সাথে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে শিশু মহসিন মিয়া(০৬) এর লাশ।
জানা গেছে, উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের নওশা মিয়া তার ছেলেকে সাথে নিয়ে তিস্তার শাখা নদীতে মাছ ধরতে যায়। পরে মাছ ধরার এক পর্যায়ে নওশার অজান্তে মহসিন নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযা চালিয়ে যায়। রাতভর অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোরে মহসিনের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ মহসিনের লাশ দাফনের জন্য তার পরিবারকে অনুমতি দেয়।
এনিয়ে পুলিশ পরিদর্শক মিলন কুমার চ্যাটার্জীর সাথে কথা হলে তিনি জানান, থানায় মহসিন মিয়ার জ্যাঠা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
Leave a Reply