সুজানগরে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা

এম এ আলিম রিপনঃ ‘বিনিয়োগে অগ্রাধিকার,কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাজমুল হুদা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার(অতিরিক্ত দায়িত্ব) আলমগীর কবির।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *