ডিসির উদ্ভাবনী উদ্যোগ “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি” বাস্তবায়নে ইউএনও’র তৎপরতা

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা জাগ্রত করণের লক্ষে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি” বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান এর উদ্যোগে তারাকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩ অক্টোবর মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মিজাবে রহমত।

ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজার রহমানের উদ্ভাবনী এ উদ্যোগের মাধ্যমে শ্রেণি শিক্ষক নিয়মিত পাঠদানের পাশাপাশি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি পাঠ করবেন। যা থেকে কচিকাঁচা শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সাথে পরিচিত হবে, বঙ্গবন্ধুর ব্যক্তিগত, পারিবারিক জীবন ও সংগ্রাম, দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা, নেতৃত্বগুণ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও তার পরিবারের অবিস্মরণীয় ভূমিকার সাথে পরিচিত হতে পারবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এ ক্ষুদে শিক্ষার্থীরাই ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশের যোগ্য কান্ডারী হয়ে উঠতে পারবে।

উপজেলার তালদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে উপজেলাার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আত্মজীবনী বই পড়েন এবং আলোচনা করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, বঙ্গবন্ধুর জীবনী পাঠ থেকে আগামী প্রজন্মের জানার আছে, শেখার আছে। বঙ্গবন্ধু তার আদর্শ ও চেতনাকে দীর্ঘ সংগ্রাম, আন্দোলন ও ত্যাগের মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছিলেন। দেশের ও দেশের মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। ইউএনও বলেন, অসমাপ্ত আত্মজীবনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর পথরেখা। এর মাধ্যমে শিক্ষার্থীরা মানবপ্রেম, দেশপ্রেম ও পরার্থপরতায় উজ্জীবিত হয়ে অসাম্প্রদায়িক, উন্নত- সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম সহ তালদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *