বিদায় হলেন কনস্টেবল আকবর আলী

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ আজ ২ অক্টোবর রোজ সোমবার বিকেলে বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে ডিমলা থানা কনস্টেবল আকবর আলী তার চাকরি থেকে অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় আপদমস্তক বিষাদে ভরা তিন অক্ষরের শব্দ*
এই তো সে দিন প্রিয় পরিবার, হাজারো সুখ দুঃখের স্মৃতি বিজড়িত প্রিয় শহর, নপ্রিয় মানুষ সব কিছু রেখে এক অজানা জনপদের উদ্দেশ্যে নতুন নতুন কত স্বপ্ন, কত আশংকা, নিয়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশ পুলিশে।
মানব সেবার প্রত্যয় ও বুক ভরা স্বপ্ন নিয়ে, শত প্রতিকুলতা পাড়ি দিয়ে জীবনের সোনালী সময় যৌবনকাল পেরিয়ে পুলিশের
চাকুরিতে ৩৯ বছর চাকুরি জীবনের অধ্যায় এবং, হাজারো স্মৃতিময় বর্ণাঢ্য চাকুরী জীবন শেষে বাংলাদেশ পুলিশের চাকুরী জিবনের ইতি টেনে অবসর জীবনের উদ্দ্যশে জাঁকজমক পূর্ন্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় কনস্টবল আকবর আলী, পিতা- মৃত ওসমান গণি,সাং- গয়াবাড়ী, পোষ্ট- গয়াবাড়ী, থানা- ডিমলা, জেলা- নীলফামারী কে। বিদায় বেলায় বিদায়ি অতিথি চাকুরী জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে নিজে কাদঁলেন এবং সকলকে কাদাঁলেন।
এসময় উপস্হিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, অফিসার ইনচার্জ লাইছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সহ ডিমলা থানার সকল এসআই, এ,এসআই, ফোর্স সহ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *