পাইকগাছায় জিরবুনিয়া সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি্।।

পাইকগাছায় জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ম্যনেজারের বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই জেলা সমবায় দপ্তরে অভিযোগটি করেন সমতির সাধারণ সম্পাদক অমিত মন্ডল ও সদস্য কৌশিক সরকার। জেলা সমবায় কর্মকর্তা অভিযোগ টি আমলে নিয়ে ৩ সদস্য তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলেছে। অভিযোগের প্রায ১ মাস হলেও তদন্ত কমিটি এখনো রিপোর্ট না দেয়ায় সমিতির সদস্যদের মধ্যো ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে জানাগেছে, জিরবুনিয়া গ্রাম উন্নয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি ভোলটন রায় ও ম্যানেজার অজয় বিশ্বাস বিগত ৬ ফেব্রয়ারী হতে ৩১ মে পর্যন্ত ২৬ লক্ষ টাকা হস্ত মজুত রাখে। তা ছাড়া অজয় বিশ্বাস সমিতি থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে। সমিতির সভাপতি তার পরিবারের নামে লক্ষ লক্ষ টাকার প্রক্প গ্রহন করে। যার কোন মুনাফা সমিতিতে না দিয়ে সমিতি ক্ষতিগ্রস্ত করছে। এছাড়াও সমিতির ব্যায় খাতে অনিয়ম করে আসছে। সভাপতি ভোলটন রায় জানান, দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোন প্রশ্নই উঠেনা। বরং পুর্বের কমিটি এসব করেছে। তদন্ত করলে এর সত্যতা প্রমানিত হবে। আরও বলেন এক অর্থ বছর পর্যন্ত হস্থ মজুদ রাখার সুযোগ আছে। উপজেলা সমবায় কর্মকর্তা তদন্ত কমিটির প্রধান, হুমায়ন কবির বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এখন তদন্ত শুরু হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে সমবায় আইনে খরচের জন্য প্রয়োজন টাকা ছাড়া কোন টাকা হস্ত মজুত রাখা যাবে না। জেলা সমবায় কর্মকর্তা জসীম উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাদের সাথে কথা হয়েছে খুব শিঘ্রই তদন্ত প্রতিবেদন দিবন। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে আইনহত ব্যবস্থা নেয়া হবে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *