বাবুগঞ্জে আশা মনিকে খুঁজে পেতে ব্যকুল অসহায়রা

কে এম সোহেব জুয়েল,

বাবুগঞ্জ প্রতিনিধি ::বাবুগঞ্জে অসহায়ত্বরা আশা মনিকে খুঁজে পেতে ব্যকুল হযে পরেছেন তাদের অসহায়ত্ব জীবনের সুখ দু:খ ভাগাভাগির মধ্য দিয়ে জীবনের বাকি দিন গুলো ভাল ভাবে কাটানোর জন্যে।

আর তাদের সাড়ায উজ্জীবিত হয়ে গতকাল রবিবার ২ অক্টোবর সকাল ১০ টায় ব্রাম্মনদিয়া গ্রামের বিভিন্ন জায়গা থেকে ধোঁপা বাড়িতে আগত অসহায়ত্ব অর্ধ শত্ধিক নাড়ি পুরুষের মাঝে ছুটেযান বাবুগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মৌরিন আক্তার আশা মনি।

ওই অনুষ্টানে আগত অসহায় মানুষের সুখদুখের কথা শুনে সর্ব বিষয় সার্বিক সহযোগিতা করার কথা বলেন, মহিলা লীগের নোত্রী আশা মনি।

আশা আরো বলেন জননেত্রী শেখ হাসিনার ধারাকে অব্যহত রেখে যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবো। তাই এই ধারাকে স্মরন রেখে তার সাধ্য অনুযায়ী নিরালশ ভাবে দীর্ঘ সময় ধরে গ্রামের নিপিড়ীত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন আশা।

আশা বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের কামরুজ্জামান সজলের সহধর্মিনী। তিনি পরউপকারে মধ্য দিয়ে বাকি জীবনের দিন গুলো কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে এমনটাই ভাবছেন তিনি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *