December 21, 2024, 2:37 pm
এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহী আশিফ হাওলাদার (২৫) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট মহিষ প্রজন্ন খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিফ হাওলাদার উপজেলার বৈলতলী গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে। তিনি টাউন নওয়াপাড়া হ্যামকো কোম্পানিতে চাকুরী করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশিফ হাওলাদার রোববার রাতে নিজ কর্মস্থল থেকে মটরসাইকেলে করে ফয়লা শশুরবাড়ি যাচ্ছিলেন। ফকিরহাট মহিষ প্রজন্ন খামার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসার অপর একটি মটরসাইকেলরে সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মটরসাইকেল চালক সহ মটরসাকেলে থাকা এক নারী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
সেখানে সোমবার ভোর রাতে আশিফ হাওলাদার চিকিৎসাধিন অবস্থায় মারা যান। অপর মটরসাইকেল চালক মো. ইউসুব বর্তমানে সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এছাড়া মো. ইউসুবের সাথে থাকা ওই নারী প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
ফকিরহাট কাটাখালী হাউওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আশিফ হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##
(এস এম সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা