স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নানা অায়োজনে মধ্যদিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এসব কর্মসূচির অায়োজন করে।
অাজ সোমবার (০২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষেণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকাশক্তি” প্রতিপাদ্যের উপর অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল অালম। এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি) গোলাম কবির, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো: রফিকুল অালম, তন্ময় কর্মকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #
Leave a Reply