কুমিল্লায় সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

কুমিল্লায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) উদযাপন করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ,
আজ পহেলা অক্টোবর রোববার সকালে কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ও ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রভাষক মাওলানা ক্কারী মোহাম্মদ ইবরাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির কোষাধ্যক্ষ ও আহলে সুন্নত ওয়াল জামায়াতের জেলা সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান,
শাহে মদিনা হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা বেলাল চিশতি। মহানবীর জীবনী ও ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) নিয়ে আলোচনা করেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ,

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি.দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু,দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুণ,

অনুষ্ঠানের শুরুতে =পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল আউয়াল, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, ডাক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম, , উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম সুমন, সমাজ কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, কাজী রুবেল, সোহেল রানা মজুমদার, আব্দুল কাদের, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি মাইনুল হাসান ,সমবায়ী মোঃ রুহুল আমি,সাবেক ইউপি মেম্বার নাসিমা বেগম,,ডাঃ খায়রুল ইসলাম সুমন, সাংবাদিক মোঃ বাদলসহ আরো অনেকে। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *