বাগেরহাটের ফকিরহাটে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পন্য তৈরী ও বিক্রির অভিযোগে মা বেকারীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ অক্টোবর) অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।
এছাড়াও এদিন দোকানে মূল্য তালিকা না থাকায় মুদিদোকান মালিক মো. হুমায়ুর কবীরকে ৫’শ টাকা ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করায় খাবারের দোকান মালিক জাহিদুর ইসলামকে ২’শ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে শনিবার বিকেলে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭হাজার ৮’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে গত দুইদিনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযানঅভ্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *