May 9, 2025, 3:56 pm
এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষে ৬নং ওয়ার্ডের উন্মুক্ত ওর্য়াড সভা কালিবাড়ি নাট মন্দির মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য পরিমল কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্ভোধন করেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিক আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম আলী, শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু হোপাল দাস ও ইউনিয়ন উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা।
ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন এর সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন প্রধান শিক্ষক বিধান কুমার দাশ, চন্দন কুমার দাস, আ’লীগ নেতা তরুন কান্তি দাস, মল্লিকা রানী দাস ও শিল্পি রানী দাশ প্রমুখ। এতে বিভিন্ন চাহিদা দাবী করেন, জ্যোতীপ্রকাশ দাস গুপ্তা, মেহেরুন্নেছা বেগম, প্রশান্ত কুমার দেবনাথ, আখিরুন্নেছা বেগম, উন্নতি চক্রবর্তী ও মোঃ ইদ্রিস আলী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
যা ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান খসড়া আকারে একটি রেজুলেশন করেন। উল্লেখ্য এই ওর্য়াডে মোট পরিবারের সংখ্যা ৫১০টি এর মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা পাচ্ছেন ৬০৫টি পরিবার। এছাড়া বিদ্যুৎ সংযোগ পেয়েছেন ৯৯.৯% ও সেচ সংযোগ ১৭টি।