December 22, 2024, 6:24 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো: আলি আখতার হোসেন।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জাতির পিতার স্মৃতি বিজড়িত পাটগাতী লঞ্চঘাট ও সমাধি সৌধের সম্মুখে চলমান খালখনন এবং গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। #