প্রদর্শিত হল বীরকন্যা প্রীতিলতা

উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিনিধি:

কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস “ভালোবাসার প্রীতিলতা” প্রদীপ ঘোষের নির্মিত প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনভিত্তিক চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতা প্রদর্শিত হয়েছে ময়মনসিংহে।

চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখা আয়োজন করে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী। বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রদর্শিত চলচ্চিত্রটি ঘিরে ৩টি শো লক্ষ্য করা গেছে দর্শক ও সুধী সমাজের উচ্ছ্বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিপিবির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, উদীচী শিল্পী গোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদ এর সভাপতি ডাঃ প্রদীপ চন্দ্র কর, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক রিপন, শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আরিফুল ইসলাম হাবিব ও প্রমুখ।

অনুষ্ঠানটি জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন আহবায়ক সজীব রাজ বিপিনের সভাপত্বিতে সঞ্চালনা করেন জহিরুল ধ্রুব ও নন্দিতা চৌহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির রায়হান চলচ্চিত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আরিফুল ইসলাম হাবিব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *