December 21, 2024, 4:55 pm
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিডিআর এর (অবঃ) সদস্য বীর মুক্তিযোদ্ধা
আব্দুল লতিফ সরদার (৭১) আর নেই।(ইন্নালিল্লাহি—রাজিউন)।
শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯.৩০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিন পুত্র, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন হার্ট, কিডনি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। লতিফ সরদার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আকবর এর মেঝ ভাই এবং বানারীপাড়া স্পোর্টিং ক্লাব ক্রীড়া সম্পাদক বিপ্লব সরদারের বাবা। মরহুমের জানাজা নামাজ বিকাল ৫টায় বানারীপাড়া মাহমুদিয়া আলীম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় । জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু, সলিয়া বাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মু মুনতাকিম লস্কর কায়েস, যুবলীগ নেতা মহসিন রেজা, বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, যুবলীগ নেতা ও সাংবাদিক আব্দুল আউয়াল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তির্বগ জানাজায় অংশ নেন। এদিকে লতিফ সরদারের মৃত্যু সংবাদ শুনে তার বাড়িতে ছুটে যান বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল,বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা। আব্দুল লতিফ সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।