December 21, 2024, 3:06 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত ৩ ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে বিএনপি নেতা কাজী খায়রুজজামান শিপনের মতবিনিময় বাবুগঞ্জে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালিত বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফুটবে: হাসান জাফির তুহিন শহিদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখন্ডের জন্ম হতো না: সেলিম রেজা হাবিব  সুজানগরে ৩৩ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান সুজানগর মহিলা কলেজের নতুন সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন তানোরে বিএমডিএ চত্ত্বরে দালাল চক্রের দৌরাত্ম্যে ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাগেরহাটে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১০ম চালানের কয়লা এলো মোংলা বন্দরে

বাগেরহাটে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১০ম চালানের কয়লা এলো মোংলা বন্দরে

এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট:বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১০ম চালানের কয়লা নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে “এমভি বসুন্ধরা মেজিট্ট্রি” নামের দেশীয় বানিজ্যিক জাহাজ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বন্দরের নঙ্গর করে জাহাজটি। এবারের চালানে ৩১ হাজার ৭শ মেট্রিক টন জালানী কয়লা নিয়ে বন্দরের হারবাড়িয়ার ১৩ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় কয়লা খালাস শুরু করে।

স্থানীয় মেসার্স টগি শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মোংলা বন্দরের হারবাড়িয়ায় নঙ্গর করে বাংলাদেশী পতাকাবাহী “এমভি বসুন্ধরা মেজিট্ট্রি” নামের বানিজ্যিক জাহাজ। বন্দরের হারবাড়িয়ার ১৩ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় এসে ভেড়ার পর দুপুরের পালা থেকে কয়লা খালাস কাজ শুরু করে পন্য খালাস ও শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম এ হাসেম এন্ড সন্স কোম্পানীর প্রতিনিধিরা।

গত ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার “মোয়ারা পানথাই” নামক বন্দর থেকে ৫০ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই করে বাংলাদেশের উদ্দোশ্যে ছেড়ে আসে। ২৫ সেপ্টেম্বর রাতে প্রথমে চট্রগ্রাম বন্দরে নঙ্গর করে ১৯ হাজার ৩০০শ মেঃ টন কয়লা খালাস করা হয়। পরে ২৮ সেপ্টেম্বর রাতে মোংলা বন্দরের উদ্দোশ্যে ছেড়ে আসে। জাহাজটি ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে পৌছাতে ২০ দিন সময় লেগেছে বলেও জানায় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ।

হারবাড়িয়া ১৩ নম্বর বয়ায় শুক্রবার দুপুরের পালা থেকে শুরু হওয়া কয়লা খালাসের কাজ বিরতীহিন ভাবে চলছে। জাহাজটি থেকে সম্পুর্ন কয়লা খালাস করতে ৬-৭ দিন সময় লাঘবে বলেও জানায় তারা। খালাসকৃত কয়লা প্রথমে কার্গো জাহাজ ও লাইটার বোঝাই করে পশুর চ্যানেল দিয়ে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লার সংকটে বন্ধের পরে কয়লা নিয়ে আসা এটি ১০ম চালানের জাহাজ এমভি বসুন্ধরা মেজিট্ট্রি।

মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিঃ’র সহকারী অপারেশন কর্মকর্তা -মোঃ হোসেন ইমান বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে এখন আর কয়লা সংকট নেই। আমাদের কোম্পানী একের পর এক জাহাজ মোংলা ও চট্ট্রগ্রাম বন্দরে কয়লা খালাস করে তা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ সহ সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমাদের ও অন্যান্য ব্যাবসায়ীদের আমদানী-রপ্তানীকৃত পন্য আসার সাথে সাথে দ্রুত খালাস-বোঝাইয়ের সহায়তা করে থাকে বলেও জানায় তিনি ।

গত ২৩ সেপ্টেম্বর নবম চালানে ৩১ হাজার ৩০০ মেঃ টন কয়লা মোংলা বন্দরে ১২ নম্বর এ্যাংকারেজ বয়ায় খালাস করছিল দেশী পতাকাবাহী জাহাজ “এমভি বসুন্ধরা এমপ্রেস”।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD