December 22, 2024, 6:10 am
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর স ালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু, সাবেক সভাপতি রশীদুজ্জামান মোড়ল, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা তৃপ্তি রন্জন সেন ,যুব নেতা জি এম ইকরামুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সবুর।