সুজানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত

এম এ আলিম রিপন ঃ কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর,তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সুজানগর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আফসার আলী, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা কলেজর অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক,আ.লীগ নেতা কুতুব,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা সহ প্রধানমন্ত্রীর সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির সুখ,সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। উল্লেখ্য ১৯৪৭ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *