December 21, 2024, 2:21 pm
মোঃতরিকুল ইসলাম তরুনঃ কুমিল্লা থেকে,
বরুড়া উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি এ জেডএম শফিউদ্দিন শামীম আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে লড়তে চান পতিপক্ষ দের সাথে। ইতি মধ্যে নির্বাচনী প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন।দলীয় মনোনয়ন পেতে তৃনমুল পর্যায়ের নেতা দের সাথে ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রেখে দলের সকল কার্যক্রম পালন করে যাচ্ছেন।
কুমিল্লার বরুড়া বাসী সহ সমগ্র বাংলাদেশের জনগনকে জানানদিতে গতকাল ২৮ শে সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলিট প্যালেসের সম্মেলন কক্ষে
কুমিল্লার কর্মরত সকল সাংবাদিক দের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন।
এসময় তার পরিচিতি ও আগামী নির্বাচনে নৌকা নিয়ে লড়ে নির্বাচিত হলে বরুড়া বাসীর উন্নয়নে কাজ করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করবেন বলে আশ্বাস দেন। তার পরিচিতিতে রয়েছে তিনি
কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও এসকিউ গ্রুপ ও এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান, নাম
এ.জেড.এম.শফিউদ্দিন শামীম। তার
সংবাদ সম্মেলনে শফিউদ্দিন শামীম বলেন :
আর নয় অনুদান ,করবো এবার কর্মসংস্থান।
তিনি বলেন আমি বিভিন্ন দুর্যোগ ও করোনা মহামারীতে আমি আমার সাধ্যমত জনগণের পাশে ছিলাম।
জনগণের খাদ্য বাসস্হান নিয়ে কাজ করেছি,সামনেও করবো।
তিনি আরো বলেন করোনার মত অতি মহামারীতে আমি জনগণের জন্যে বিভিন্নভাবে কাজ করেছি অক্সিজেন দিয়ে মানুষের পাশে থাকার চেস্টা করেছি। এসব কারণে আমি নিজেকে কুমিল্লা ৮ আসনের জন্য যোগ্য পার্থী হিসাবে মনে করছি।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলার সনামধন্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
দলের মনোনয়ন প্রত্যাশা করে তিনি আরো বলেন ,আমি আমার নির্বাচনী এলাকায় আভ্যন্তরীন দলীয় কোন্দল নিয়ে কাজ করবো।
এবং আমি যদি মনোনয়ন না পাই দল যাকে মনোনয়ন দিবে তার জন্য কাজ করবো।
তিনি আরো বলেন দলীয় নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বিগত দিনের কার্যকালাপ এর উপর ভিত্তি করে আমাকে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি,ও আমি আশাবাদী।