উজিরপুরের সাতলায় ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোঃজুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায়। মার্কিন সাম্রাজ্যবাদী আমেরিকার সহযোগিতায় বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বন্দরে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, উপজেলা কমিটির সদস্য জাহিদ হোসেন খান ফারুক, সাতলা ইউনিয়ন কমিটির সভাপতি মহসিন মিয়া, সদস্য মিঠু হালদার,শামীম শিকদার, প্রমুখ। সভায় বক্তারা বলেন যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে মার্কিন সাম্রাজ্যবাদী আমেরিকার সহযোগিতায় বিএনপি জামাতসহ স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি আটঘাট বেধে মাঠে নেমেছেন। এই অপশক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সকল শ্রেনী পেসার মানুষের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষ করে একটি অস্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য লড়াই অব্যাহত রাখতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *