December 22, 2024, 6:12 am
ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ শে সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায়
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধোবাউড়া উপজেলা নান্দাইল উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর খেলায় বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে নান্দাইল উপজেলা, ঈশ্বরগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজুল আলম মাসুম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম সহ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।