December 22, 2024, 6:02 am
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুইজন রোগীকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার এ বিষয়টি রোগীর স্বজনদের নজরে আসলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়।
জানা যায়, পেটের ব্যাথা নিয়ে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর ছোপখালী গ্রামের রাসেল হাওলাদারের ছেলে রায়হান হোসেন (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। ভর্তি হওয়ার পর ২৬ সেপ্টেম্বর সকালে এবং সন্ধ্যায় রায়হান হোসেনের শরীরে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী কর্তব্যরত নার্স মানসুরা ইয়াসমিন সিপ্রফ্লক্সিসিন ইনজেকশন পুশ করেন। রোগীর দেহে প্রয়োগ করা এ ইনজেকশনের মেয়াদ পাঁচ মাস আগে ২০২৩ সালের এপ্রিল মাসে শেষ হয়ে যায়। এ মেয়াদোত্তীর্ণ ইনজেকশন আরও একজন রোগীকেও প্রয়োগ করা হয়। এ বিষয়টি রোগী স্বজনদের নজরে আসলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে বেতাগী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রোগীদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক আছে।
ভুক্তভোগী রোগী রায়হান হোসেনের মামা আব্দুর রাজ্জাক বলেন, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করা হলে রায়হান আরো অসুস্থ হয়। রায়হান পুরোপুরি সুস্থ হবে কিনা তা নিয়ে আমরা চিন্তিত। এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স মানসুরা ইয়াসমিন বলেন, ভুলবশত ইনজেকশন প্রয়োগ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার জন্য তদন্ত কমিটি গ্রহণ করা হবে। কারো দায়িত্ব অবহেলা ও উদাসীনতা প্রমাণিত হলে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।