বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের আলমগীর হোসেন মোল্লার ছেলে মোঃ মশিউর রহমান মোল্লাকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মশিউর সিআর আগৈলঝাড়া ৯২/২২ চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী। বরিশালের একটি আদালত সম্প্রতি মশিউরকে পাঁচ মাসের বিনাশ্রম কারদন্ড ও চেকের সমপরিমান টাকা অর্থ দন্ডে দন্ডিত করে রায় প্রদান করে। রায়ের দিন থেকে মশিউর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মশিউরকে বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply