রাজশাহীর প্রবীন ক্রীড়া সংগঠক নুরুজ্জামান নুরু ভাই আর নেই

মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহী জেলা ও বিভাগ মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল চ্যম্পিয়ন হয়ে বিভিন্ন এলাকায় খেলতে সে কয়েকবারেই ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে আমার সাথে দেখা হয়েছে, রাজশাহীর জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। এলাকায় সদা হাসোজ্জল প্রিয় বড় ভাই খেলার মাঠে আমাদের অভিভাবক বৈকালি সংঘের নিবেদিত প্রাণ সাবেক ক্রিকেটার ও কোচ এবং জেলা ক্রীড়া সংস্থার প্রবীন ক্রীড়া সংগঠক নুরুজ্জামান নুরু ভাই আর নেই।

গত মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
আজ বুধবার বাদ যোহর ঝাউতলা মসজিদে ১ম এবং দুপুর আড়াইটায় প্রিয় বৈকালি সংঘ চত্বরে অর্থাৎ মনি বাজারে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।।

তার রাজশাহী সাথে ক্রীড়া সংগঠকদের সাথে জেলা স্টেডিয়ামে, মাঠে-ময়দানে অনেক ভালো স্মৃতি রয়ে গেল স্মৃতি হয়ে, আফসোস করবে অনেকে সুন্দর পিঠ চাপড়িয়ে দিয়ে আছো? বাবা-ছেলে একসাথে একই দলের হয়ে ক্রিকেট খেলে আমাদের ক্রিকেটে আপনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। রাজশাহীর ক্রিকেট অঙ্গন আপনার নিকট চির ঋণী,আপনার অভাব কখনোই পূরণ হবার নয়।
রাজশাহীবাসীর একটি
দোয়া করবে মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার সমস্ত দোষ-ত্রুটি ক্ষমা করে আপনাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করে নিন।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *