বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ গুরুতর আহত ৫

এস এম সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার ( সেপ্টেম্বর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সালাম খানের ছেলে এনামুল খান (২৬) ঘটনাস্থলেই মারা যান। এনামুল পেশায় একজন মোটরসাইকেলচালক ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় মোরেগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার (২৫), পঞ্চকরন গ্রামের রাকিবুল হাওলাদার (৩২), রমজান (৩০) ও অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনায় স্থানান্তর করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খান বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *