আনোয়ার হোসেন স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচণে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে সকলকে নিরলস ভাবে কাজ করতে আহবান জানান মহিউদ্দিন মহারাজা।
আজ মঙ্গলবার সকালে স্বরূপকাঠিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করা হয়। এ্যাসোসিয়েশন কার্যালয় উদ্বোধন শেষে মেম্বারদের সাথে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পিরোজপুর জেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজা , তিনি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী হয়ে স্বরূপকাঠি, কাউখালি, ভান্ডারিয়ায় দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি আরো বলেন, বাঙালী জাতীর সর্বকালের সর্ব শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য উত্তরসুরি মানবতার মা আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের লালিত সপ্ন বাস্তবায়ন করে দেশকে আজ উন্নয়নের মহাসড়কে দাবিত করেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে ডিজিটাল দেশে প্রতিষ্ঠিত করেছেন। জাতিকে নতুন ভাবে সপ্ন দেখাচ্ছেন ঘোষনা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের। সুতরাং আসন্ন নির্বাচণে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে সকলকে নিরলস ভাবে কাজ করতে হবে।
তিনি মেম্বারদের এই প্রোগ্রামে চেয়ারম্যানগণ উপস্থিত না থাকাায় দুঃখ প্রকাশ করে বলেন,আমি গতকালকেও যদি জানতাম তাহলে চেয়ারম্যানগন উপস্থিত থাকবেন না তাহলে সাথে কথা বলে তাদের কে নিয়েই অনুষ্ঠানে আসতাম। ইউপি মেম্বার এসোসিয়েশন একটি ভাল প্লাটফর্ম। সততা ও যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়ে এ সংগঠনকে এগিয়ে নেওয়া সম্ভব। আসুন আমরা সবাই মিলে এ সংগঠনকে পরিচালিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।
সংগঠনের সভাপতি মাহাবুব হাসান মুরাদের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা বাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক ইউপি চেয়ারম্যান আশীস বড়াল,পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

Leave a Reply